মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর বাজারে সরকারি জমি দখল করে নির্মিত প্রায় ১০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১০ জানুয়ারি) বিকালে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহিন দায়ান আমিন। এ সময় নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রেজাউল করিম, স্থানীয় ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেন, বাজার কমিটির সভাপতি বাবুল আক্তার ও সাধারণ সম্পাদক জিন্নাহসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
স্থানীয় ও ভূমি অফিস সূত্রে জানা যায়, কয়েক মাস আগে শাহাজান, প্রশান্ত রায়, তালেব, ওয়াহেদ, মহিদুল, আমির আলী, সজ্ঞয়, বিল্লাল ও বিদ্যুৎসহ কিছু ব্যক্তি সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণ করে। এছাড়া আরও কিছু অবৈধ স্থাপনা রয়েছে। নেহালপুর বাজারে উন্মুক্ত স্থানে ব্যবসা করার নিয়ম থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী স্থায়ী দোকানঘর নির্মাণ করে বাজার ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিল।
উপজেলা প্রশাসন নোটিশ ও বাজার কমিটির নিষেধাজ্ঞা অমান্য করায় অভিযান চালানো হয়। উচ্ছেদ কার্যক্রম শেষে বাজার এলাকা দখলমুক্ত হওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
উপজেলা প্রশাসন জানায়, উচ্ছেদকৃত ১০টি দোকানঘরের পাশাপাশি বাকিদেরও সাত দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি জমি দখল ও বাজারে বিশৃঙ্খলা রোধে অভিযান অব্যাহত থাকবে।

