Nabadhara
ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় অর্থ জরিমানা

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর সংলগ্ন হাওর এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তাজোয়ার আফজল শিহাব (২৮) নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদিত্য পালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি ভেকু মেশিন ব্যবহার করে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় শিহাবকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী অভিযুক্তকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি অনলাইন পোর্টাল নবধারায় অবৈধভাবে মাটি কাটার বিষয়ে সংবাদ প্রকাশ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।