গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জাতীয়তাবাদী দল বিএনপির সদ্য সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, শত বছর পরেও বেগম খালেদা জিয়ার নাম প্রজন্মের হৃদয়ের মাঝে থেকে যাবে। মুক্ত বেগম খালেদা জিয়ার চেয়ে বন্দি খালেদা জিয়া যেমন অনেক বেশি শক্তিশালী ছিলেন, তেমনি আজ দেখা যাচ্ছে জীবিত খালেদা জিয়ার চেয়ে মৃত খালেদা জিয়া অনেক বেশি চিরঞ্জীবী।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে গৌরনদীবাসীর ব্যানারে নাগরিক শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় সভাপতির বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন আরও বলেছেন, জীবিত খালেদা জিয়ার চেয়েও মৃত খালেদা জিয়া অনেক বেশি শক্তিশালী হওয়ায় তার মৃত্যুর পরে তিনি (খালেদা জিয়া) বাংলার জননীতে রূপান্তরিত হয়েছেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের অমর প্রতীক, আপসহীন নেতৃত্বের প্রতীক। তার দৃঢ় নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তার এই মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।
বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল ও গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক সভাপতি আলহাজ আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাফিজুর রহমান সিকদার, সদস্য সচিব বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, গৌরনদী ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গোমেজ, হিন্দু সম্প্রদায়ের নেতা ও সাবেক এএসপি শান্তনু ঘোষসহ অন্যান্যরা।
সবশেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক শোকসভা ও দোয়া-মোনাজাতে গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলা বিএনপির ও তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানের শুরুতে সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন শোক বইতে স্বাক্ষর করে মাসব্যাপী শোক বইয়ের স্বাক্ষর গ্রহণ কর্মসূচির উদ্বোধন করেছেন।

