Nabadhara
ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে ডিবির অভিযানে ১৪৪৫ পিস ইয়াবা ও বিদেশি মদসহ যুবক গ্রেফতার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর অভিযানে ১ হাজার ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও বিদেশি মদসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত যুবকের নাম আকাশ (২২)। তিনি মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামের মৃত আবু বক্কারের ছেলে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানাধীন ধোয়াইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তী জিজ্ঞাসাবাদে আসামির দেওয়া তথ্যমতে মহম্মদপুর থানার কানাইনগর এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে খাটের তোষকের নিচ থেকে আরও ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ মিলিলিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মোট ১ হাজার ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেটের ওজন আনুমানিক ১৪৪.৫ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭৮ হাজার টাকা। এছাড়া উদ্ধার করা বিদেশি মদের আনুমানিক মূল্য প্রায় ৪ হাজার টাকা।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাগুরা জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট ও বিদেশি মদ বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।