বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে নাশকতার একটি মামলায় শাহীন মিয়া (৩৮) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। তিনি বকশীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল পৌর শহরের পুরাতন গরুহাটি এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত শাহীন মিয়া পৌর শহরের পুরাতন গরুহাটি এলাকার এবারুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ২০ নভেম্বর বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন বাদী হয়ে ৩৫৯ জনের নাম উল্লেখ করে একটি নাশকতার মামলা দায়ের করেন। ওই মামলায় এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে থানা পুলিশ।
ওই মামলার সূত্র ধরে শনিবার রাতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা শাহীন মিয়াকে আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, আটক যুবলীগ নেতার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

