Nabadhara
ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় কৃত্রিম আলোয় ড্রাগন চাষ

হুমায়ন কবির মিরাজ, শার্শা ( যশোর) প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, শার্শা ( যশোর) প্রতিনিধি

দিনের আলো কৃত্রিমভাবে বাড়িয়ে অমৌসুমে ড্রাগন উৎপাদনে বিপ্লব ঘটিয়েছেন যশোরের শার্শা উপজেলার এক তরুণ কৃষক। আধুনিক ‘লাইট ইনডোর্স’ প্রযুক্তি ব্যবহার করে তিনি ড্রাগন চাষে ফলন বাড়িয়েছেন প্রায় তিন গুণ, যা স্থানীয় কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর গ্রামের কৃষক মনিরুজ্জামান মনির এই নতুন প্রযুক্তির সফল প্রয়োগকারী হিসেবে ইতোমধ্যে আলোচনায় এসেছেন। প্রথমে পরীক্ষামূলকভাবে ৭ বিঘা জমিতে ড্রাগন চাষ শুরু করলেও বর্তমানে তার খামারের পরিধি বেড়ে দাঁড়িয়েছে ২৪ বিঘায়। এর মধ্যে শীতকালীন অমৌসুমে উৎপাদন নিশ্চিত করতে ২০ বিঘা জমিতে চালু করা হয়েছে লাইটিং বা কৃত্রিম আলোর ব্যবস্থা।

শীতকালে রাত বড় ও দিন ছোট হওয়ায় স্বাভাবিকভাবে ড্রাগন গাছে ফুল ও ফলন কমে যায়। এই সমস্যার সমাধানে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি লাইট ব্যবহার করে রাতে দিনের মতো আলোক পরিবেশ তৈরি করছেন চাষি মনির। প্রতিদিন সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ড্রাগন বাগানজুড়ে আলো জ্বলে ওঠে, যা একদিকে যেমন গাছের ফুল ধরতে সহায়ক হচ্ছে, তেমনি তৈরি করছে চোখধাঁধানো এক নান্দনিক দৃশ্য।

বাগানে প্রতিরাতে দুই দফায় লাইটিং ব্যবস্থা চালু রাখা হয় প্রথম দফা সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফা রাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত। এতে গাছ প্রয়োজনীয় আলোর ঘাটতি পূরণ করতে পারছে এবং অমৌসুমেও স্বাভাবিকের চেয়ে বেশি ফুল ও ফল ধরছে।

আলোকসজ্জায় সজ্জিত এই ড্রাগন বাগান এখন শুধু কৃষি উৎপাদনের ক্ষেত্রই নয়, দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে। সারিবদ্ধ ড্রাগন গাছে আলোর ঝলকানি বসতপুর এলাকার প্রান্তরে এক অনন্য দৃশ্যের জন্ম দিচ্ছে।

অনেক দর্শনার্থীর মতে, এই দৃশ্য ইউরোপের উন্নত শহর কিংবা আমেরিকার আধুনিক কৃষি খামারের কথা মনে করিয়ে দেয়। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে শত শত মানুষ এই বাগান দেখতে ভিড় করছেন।

উপজেলা কৃষি কৃষি অফিসার দীপক কুমার সাহা বলেন, বর্তমানে উপজেলায় প্রায় ৮৫ হেক্টর জমিতে ড্রাগনের আবাদ হচ্ছে। অমৌসুমে উৎপাদিত ড্রাগনের বাজারমূল্য তুলনামূলক বেশি হওয়ায় কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

তবে এই আধুনিক পদ্ধতির বড় চ্যালেঞ্জ হচ্ছে ব্যয়। চাষি মনিরুজ্জামানের ভাষ্যমতে, ২০ বিঘা জমিতে লাইটিং সিস্টেম চালাতে প্রতি মাসে প্রায় আড়াই লক্ষ টাকা খরচ হচ্ছে, যার বেশির ভাগই বিদ্যুৎ বিল।

তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি করে আরো বলেন, বিদ্যুৎ খরচ যদি বাণিজ্যিক খ্যাত না হয়ে, কৃষি খাতের আওতায় বিশেষ সুবিধা হিসেবে অন্তর্ভুক্ত করা হতো, তাহলে আরও অনেক কৃষক এই প্রযুক্তিতে আগ্রহী হতেন।

কৃষি কর্মকর্তারা মনে করছেন, পরিকল্পিত সহায়তা ও নীতিগত সুবিধা দেওয়া গেলে ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষ শার্শাসহ দেশের অন্যান্য অঞ্চলেও অমৌসুমে ফল উৎপাদনের নতুন দিগন্ত খুলে দিতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।