Nabadhara
ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে উদ্ধারকৃত বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করল বোমা নিষ্ক্রিয়করণ দল

ফরিদপুর প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২৬ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলীমুজ্জামান সেতুর ওপর থেকে উদ্ধার করা শক্তিশালী বোমাটি অবশেষে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। রোববার এন্টি-টেরোরিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা নিরাপদ পদ্ধতিতে বোমাটির বিস্ফোরণ ঘটিয়ে তা নিষ্ক্রিয় করেন।

বোমা নিষ্ক্রিয়করণ দলের নেতৃত্বদানকারী পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, উদ্ধারকৃত বোমাটি সাধারণ বোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী ও প্রাণঘাতী ছিল। এটি রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) এবং পাওয়ার সাপ্লাই সংযুক্ত অবস্থায় সংরক্ষিত ছিল। বোমাটি এতটাই শক্তিশালী ছিল যে বিস্ফোরণের সময় প্রায় ১৫ ফুট পর্যন্ত ওপরে উঠে যায়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শনিবার আলীপুর সেতুর ওপর খড়ির একটি গাদার ভেতর থেকে বোমাটি উদ্ধার করা হয়। উদ্ধার শেষে নিরাপত্তার স্বার্থে সেটিকে নদীর পাড়ে বালুর বস্তা দিয়ে ঘিরে রাখা হয় এবং বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। রোববার বেলা ১১টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে তা সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রেখেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।