কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠি-১ (কাঠালিয়া–রাজাপুর) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ড. ফয়জুল হকের সঙ্গে কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ড. ফয়জুল হক সাংবাদিকদের উদ্দেশে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। তিনি বলেন, কে কোন ধর্ম বা বর্ণের—তা বিবেচ্য নয়; সকল নাগরিকের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য।
ড. ফয়জুল হক আরও বলেন, জামায়াতে ইসলামী দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে চায়। এ সময় তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, নির্বাচন পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক, কাঠালিয়া উপজেলা আমির মাস্টার মো. মজিবুর রহমান, সেক্রেটারি অধ্যাপক সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাজাবুর রহমান এবং কাঠালিয়া সদর ইউনিয়ন সভাপতি মাওলানা নাসির উদ্দিনসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

