Nabadhara
ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে মুন্সীগঞ্জে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় নির্বাচনের প্রস্তুতি, আচরণ বিধিমালা এবং প্রার্থীর নির্বাচনি কার্যক্রম যথাযথভাবে অনুসরণ হচ্ছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া নির্বাচনি প্রচারণা ও ব্যয়ের ক্ষেত্রে নির্ধারিত সীমার অতিরিক্ত ব্যয়, অন্যান্য বিধি-বিধান অনুসরণ এবং আচরণ বিধিমালা ভঙ্গের কোনো বিষয় নজরে এলে তা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া বা নির্বাচনি তদন্ত কমিটিকে অবহিত করার জন্য সকলকে উদ্বুদ্ধ করা হয়।

সভায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে সকল ভিজিল্যান্স ও অবজারভেশন টিমকে তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।