রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদায় বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের টিএনটি চত্বরে উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন,
“এ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে অনন্য ও অবিস্মরণীয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তিনি আপসহীন নেতৃত্ব দিয়েছেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান রেখেছেন।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্রকামী মানুষের আশা-ভরসার প্রতীক ছিলেন। তাঁর নেতৃত্বে বিএনপি দেশের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করেছে। রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ, ত্যাগ ও রাজনৈতিক দর্শন বিএনপি নেতাকর্মীদের জন্য প্রেরণার উৎস। তাঁর দেখানো পথ অনুসরণ করেই বিএনপি আগামীর রাজনৈতিক সংগ্রাম ও কর্মসূচি পরিচালনা করবে।”
দোয়া মাহফিলের সভাপতি ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলী এবং সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন জেলা বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা মহিলা দলের নেত্রী সেতারা বেগম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, যুবদল ও ছাত্রদলের নেতা, কৃষক দল ও মহিলা দলের বিভিন্ন নেতা-কর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা জাহিদুল ইসলাম। এতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

