Nabadhara
ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াকান্দিতে সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতা চুন্নুসহ দুইজন আটক

রাজবাড়ী প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে চাঁদাবাজিসহ একাধিক মামলার পলাতক আসামি এবং রাজবাড়ী জেলা বিএনপির বহিষ্কৃত সদস্য মশিউল আজম চুন্নু ও তার সহযোগী মো. হৃদয়কে আটক করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর ১টা থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি এলাকায় অবস্থিত জামিয়া ইটের ভাটায় অভিযান পরিচালনা করেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ পিএসসি, অধিনায়ক ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে তাদের কাছ থেকে একটি এয়ার রাইফেল, দুইটি দেশীয় চাকু, ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি বাটন মোবাইল, তিনটি ওয়াকি-টকি, চারটি ওয়াকি-টকি চার্জার, বিদেশি মদ ভর্তি ও খালি বোতল, এবং ৩৮ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।

আটককৃত মশিউল আজম চুন্নু (৫৪) বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি গ্রামের মৃত খন্দকার আব্দুর রশিদের ছেলে এবং সাবেক বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অপর আসামি মো. হৃদয় (২৭) একই উপজেলার শেখপাড়া গ্রামের রফিক শেখের ছেলে।

অভিযান শেষে আটককৃতদের ও জব্দকৃত মালামালকে বিকেল ৫টার দিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।