Nabadhara
ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা: দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা, আনসার-ভিডিপিকে নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জানুয়ারি ১২, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু হলো দুর্নীতি। তিনি বলেন, “দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করে এবং জনগণের আস্থা ভেঙে দেয়।”

এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করেন। সারাদেশের ৪২,৭৬৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়াকে শান্তিপূর্ণ, নিরাপদ ও বিশ্বাসযোগ্য করতে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠানে নবীন সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়, তারা জনগণের নিরপেক্ষ সেবক হিসেবে দায়িত্ব পালন করবে। জনগণের প্রতি জবাবদিহি, আইনের শাসন রক্ষা এবং নির্বাচনকালীন সময়ে দুর্নীতি, পক্ষপাত ও প্রভাবমুক্ত থাকা প্রধান অঙ্গীকার হবে।”

তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য থাকবেন। এছাড়া, সারাদেশে ১,১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে, যেখানে ১১,৯১০ প্রশিক্ষিত সদস্য জরুরি পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সাহস মানে শুধু বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশ প্রত্যাখ্যান এবং নির্বাচনের পবিত্রতা রক্ষায় দৃঢ় অবস্থান নেওয়া।” তিনি সততা, নৈতিকতা ও বিবেককে সর্বোচ্চ মানদণ্ড হিসেবে গ্রহণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।