Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ইটভাটায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

মেহেরপুর প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত একটি ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান, পুলিশ ও সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিল।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী গাংনী উপজেলার বামুন্দি ব্রিক্স নামের একটি ইটভাটার পরিচালক মিজানুর রহমানকে কাঠ জ্বালিয়ে অবৈধভাবে ইট উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন জানান, বামুন্দি ব্রিক্স ইটভাটাটির পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। এছাড়া এটি আবাসিক ও আবাদি জমিতে স্থাপন করা হয়েছে, যা আইন অনুযায়ী নিষিদ্ধ। এর আগেও ভাটাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনা উপেক্ষা করে পুনরায় কার্যক্রম চালানোয় ভ্রাম্যমাণ আদালত এই ব্যবস্থা নেয়।

তিনি আরও জানান, পরিবেশবিরোধী সব ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।