মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত একটি ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান, পুলিশ ও সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিল।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী গাংনী উপজেলার বামুন্দি ব্রিক্স নামের একটি ইটভাটার পরিচালক মিজানুর রহমানকে কাঠ জ্বালিয়ে অবৈধভাবে ইট উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন জানান, বামুন্দি ব্রিক্স ইটভাটাটির পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। এছাড়া এটি আবাসিক ও আবাদি জমিতে স্থাপন করা হয়েছে, যা আইন অনুযায়ী নিষিদ্ধ। এর আগেও ভাটাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনা উপেক্ষা করে পুনরায় কার্যক্রম চালানোয় ভ্রাম্যমাণ আদালত এই ব্যবস্থা নেয়।
তিনি আরও জানান, পরিবেশবিরোধী সব ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

