দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর আপসহীন নেতৃত্ব ও ত্যাগের মাধ্যমে সমগ্র জাতিকে ঋণী করে গেছেন। তিনি কেবল একজন নেত্রী নন, তিনি নিজেই একটি ইতিহাস।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মেইন গেট সংলগ্ন উপজেলা বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খালেদা জিয়ার অবদান ও স্মৃতিচারণ, দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিগত ৩৫ বছরের রাজনৈতিক জীবনে আমার তাঁর সঙ্গে নিবিড়ভাবে কাজ করার সুযোগ হয়েছে। আমি সাক্ষী, তিনি কখনো কারো সাথে সামান্যতম খারাপ আচরণ করেননি। বিগত ফ্যাসিস্ট সরকার তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে, কিন্তু তিনি মাথা নত করেননি। মানুষের ভোট ও ভাতের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, নারী শিক্ষা প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের নারীদের স্বাবলম্বী করতে খালেদা জিয়ার অবদান অতুলনীয়।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বাইজিদ পান্না ও এ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা।
সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ মতিউর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম হাওলাদার।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপুসহ যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ মাসুম বিল্লাহ। এসময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

