Nabadhara
ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার কালিগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আফছার উদ্দিন। তিনি এ আর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে তার পৈত্রিক ভিটা কালিগঞ্জ উপজেলার নলতার পাইকাড়া গ্রামে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রহিমপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর।

অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের নেতা ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক এ কে এম আবু তাহের চৌধুরী, লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার জাহেদ চৌধুরী এবং সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম।

এ ছাড়া মো. আনছার আলী সরদার, আব্দুল হাকিম, আব্দুর রশিদ, আব্দুল বারী, আবু বকর ছিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ আর ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের অধিকারবঞ্চিত ও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে আসছে। প্রতি বছর মাদরাসায় বয়স্ক নারীদের ইসলামিক শিক্ষা প্রদান, চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ এবং সুপেয় পানির ব্যবস্থা করাসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে প্রতিষ্ঠানটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।