তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় র্যাবের অভিযান চালিয়ে মাদকসহ শংকর মন্ডল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বলোরামপুর এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ বোতল উইনকোরেক্স মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
অটকৃত শংকর মন্ডলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তালা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

