বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে হাজী ফাউন্ডেশনের উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাইকে শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে শুভেচ্ছা প্রদান করা হয়।
শুভেচ্ছা প্রদানকালে হাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে একটি ক্রেস্ট প্রদান করে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে অভিনন্দন জানান এবং বকশীগঞ্জের সার্বিক উন্নয়ন কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন হাজী ফাউন্ডেশনের বকশীগঞ্জ উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, উপজেলা সহ-সভাপতি আলহাজ আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছানুজ্জামান পলাশ, বাট্টাজোড় ইউনিয়ন সভাপতি সুরুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নিলক্ষিয়া ইউনিয়ন সভাপতি ছামিউল হক তোতা, বকশীগঞ্জ পৌরসভা সভাপতি লাবলু মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মহিব হাসান, বকশীগঞ্জ সদর ইউনিয়নের কোষাধ্যক্ষ আমিনুল ইসলামসহ হাজী ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় নবাগত ইউএনও মোঃ আব্দুল হাই বলেন, আপনারা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই আপনাদের দায়িত্বও অনেক বেশি। সর্বপ্রকার দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকতে হবে এবং সমাজের কল্যাণে সকল ভালো কাজে আপনাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

