সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ আবুল বাশার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত ক্লাসে উপস্থিতি সাফল্যের অন্যতম চাবিকাঠি। শৃঙ্খলা বজায় রেখে পড়াশোনায় মনোযোগী হওয়া এবং শিক্ষকদের নির্দেশনা মেনে চললে জীবনে সফল হওয়া সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ডক্টর মোঃ জাহাঙ্গীর আলম এবং পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম। তারা শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি নৈতিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের আনন্দিত করে তোলে।

