Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় “ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন (TLTN)” প্রকল্পের আওতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় প্রকল্প সমন্বয়কারী কামরুল ইসলামের সঞ্চালনায় প্রকল্পের সার্বিক কার্যক্রম ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাবুগঞ্জের পুষ্টি কর্মকর্তা রুমানা শারমিন।

সভায় জানানো হয়, বাবুগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন “ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন” প্রকল্পের মাধ্যমে শিশু ও মায়েদের অপুষ্টি হ্রাস এবং পুষ্টিমান উন্নয়নে কাজ করা হচ্ছে। এলাকা ভিত্তিক অপুষ্টিজনিত সমস্যায় ভুগছেন এমন শিশু ও মায়েদের স্বাস্থ্য উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আন্তর্জাতিক সংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর বাস্তবায়নে মাঠ পর্যায়ে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. তামিম মল্লিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাব উদ্দিন বাচ্চু, এএফও মাহবুব আলম, দিবাকর রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ এবং প্রকল্প কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও মনিটরিং, মূল্যায়ন, জবাবদিহিতা ও শিক্ষণ কর্মকর্তা নুরুল আহমেদ মামুনসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।