Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলীকদমে ট্রাস্ট ব্যাংকের ১২৩তম শাখার উদ্বোধন

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি 
জানুয়ারি ১৬, ২০২৬ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি 

বান্দরবানের আলীকদম উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ১২৩তম শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে আলীকদম বাজারে আলীকদম সেনাজোনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রাস্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডিং অফিসার কর্নেল মো. তারিকুল ইসলাম, কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল নূর মোহাম্মদ সিদ্দিক সেলিম, লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান এবং আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর খন্দকার মোশতাক আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, ট্রাস্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আলীকদমে ট্রাস্ট ব্যাংকের শাখা চালু হওয়ায় স্থানীয় জনগণ আধুনিক ও সহজ ব্যাংকিং সেবার সুবিধা পাবে, যা এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন অনুষ্ঠান শেষে ট্রাস্ট ব্যাংকের সৌজন্যে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের মার্মা পাড়া এলাকায় গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।