রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ (৪২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাইফুল ইসলাম এরশাদ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, এরশাদ দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। চলতি মাসের ১ জানুয়ারি ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর অবস্থার আরও অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। পরিবারের সদস্যরা জানান, কিডনি রোগের পাশাপাশি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন এবং ফুসফুসে পানি জমে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।
জানা গেছে, এরশাদের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে। তবে জানাজা ও দাফনের সময়সূচি এই প্রতিবেদন লেখা পর্যন্ত চূড়ান্ত হয়নি।
তার মৃত্যুতে রাজবাড়ী জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার মৃত্যুতে শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

