Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দুই তরুণ নিহত

নোয়াখালী প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (দিবাগত রাত) সোয়া ১টার দিকে মাইজদী-চৌমুহনী ফোরলেন সড়কের সদর উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেব নাথ (২৩) এবং একই এলাকার কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২২)। তারা দুজনেই বন্ধু বলে জানা গেছে।

পুলিশ জানায়, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মুরগিবাহী একটি পিকআপ ভ্যান হঠাৎ ইউটার্ন নেওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই তরুণ ও পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অভি দেব নাথকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হৃদয় চন্দ্র শীলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে শুক্রবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।