রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা–রাজবাড়ী/ফরিদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রিপন সাহা (৩০) নামে এক পেট্রোল পাম্প কর্মচারী নিহত হয়েছেন।
বুধবার (১৬ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে সদর উপজেলার খানখানাপুর এলাকায় করিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন সাহা খানখানাপুর সাহাপাড়া গ্রামের পবিত্র সাহার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে করিম ফিলিং স্টেশনে তেল সরবরাহকারী কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে রাজবাড়ী/ফরিদপুরগামী ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৬ নম্বরের একটি জীপজাতীয় প্রাইভেট কার করিম ফিলিং স্টেশনে প্রবেশ করে তেল নেয়। তেল নেওয়ার পর গাড়িচালক টাকা পরিশোধ না করেই দ্রুত গাড়ি নিয়ে মহাসড়কে উঠে যান। বিষয়টি বুঝতে পেরে রিপন সাহা গাড়িটির পেছনে দৌড়ে যান। একপর্যায়ে তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
রিপনের সহকর্মী জাকির শেখ দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পাম্প থেকে বের হয়ে মহাসড়কে এসে পাম্পের পশ্চিম পাশে রক্তাক্ত অবস্থায় রিপনের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে পাম্পের ম্যানেজারসহ স্থানীয়রা রাজবাড়ী সদর থানা ও হাইওয়ে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

