Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে দ্রুতগামী ট্রাকের চাপায় আবিদ মোড়ল (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার টাউন–নওয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আবিদ মোড়ল পিলজংগ এলাকার মৃত দিদার মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আবিদ মোড়ল টাউন–নওয়াপাড়া বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ির পথে রওনা দেন। মহাসড়ক পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহযোগী পালিয়ে যায়।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।