হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ফুটবল রেফারি শ্রী কিশোর কুমার গুপ্তের (৯৭) শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি শশ্মানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এর আগে শ্রী শ্রী কুলেশ্বরী দেবালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ ও হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হোসেনপুর উপজেলা শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র শীল, শ্রী শ্রী কুলেশ্বরী দেবালয় কমিটির সদস্য রাজীব চন্দ্র মোদকসহ স্থানীয় ক্রীড়াবিদ, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, শুক্রবার সকালে বার্ধক্যজনিত কারণে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে স্থানীয় ক্রীড়াঙ্গন ও মুক্তিযোদ্ধা মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, কিশোর কুমার গুপ্ত ছিলেন একজন নিবেদিতপ্রাণ ক্রীড়ানুরাগী। ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা ছিল আজীবন। একসময় হোসেনপুর উপজেলায় অনুষ্ঠিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচে তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে রেফারির দায়িত্ব পালন করেন। তাঁর নিরপেক্ষতা ও শৃঙ্খলাবোধের কারণে খেলোয়াড় ও দর্শকদের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।
এ ছাড়াও তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে তাঁর অবদান স্থানীয়ভাবে আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
কিশোর কুমার গুপ্তের মৃত্যুতে স্থানীয় ক্রীড়া সংগঠক, মুক্তিযোদ্ধা ও সামাজিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

