Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় পৌর ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বকশীগঞ্জ পৌর ওলামা দলের আয়োজনে শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বকশীগঞ্জ পৌর বিএনপির কার্যালয়ে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার। এতে সভাপতিত্ব করেন পৌর ওলামা দলের সভাপতি আরিফ হাসান।

পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রহমত আলীর সঞ্চালনায় দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় পৌর বিএনপির সহসভাপতি জহুরুল ইসলাম, সহসভাপতি মাসুদ বকশী, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, প্রচার সম্পাদক আবদুল কাদের, পৌর যুবদলের সদস্য সচিব তানজীর আহমেদ সুজন, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক আমির হামজা, পৌর বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান বিথী, পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন আল মামুন, সদস্য সচিব আহমেদ সায়েম, ছাত্রদল নেতা মঈন আহমেদ, ছাত্রদল নেতা সিয়াম সিদ্দিকী সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের নেত্রী। তিনি যতদিন ছিলেন দেশ জাতির কল্যাণে কাজ করে গেছেন। তাঁর আপোসহীন মানসিকতায় বার বার গণতন্ত্র রক্ষা পেয়েছে। তাই তাঁর আদর্শে আমাদের

উজ্জীবিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে।
পরে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।