কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশেষ দাওয়াতি ছাত্র সংযোগ মাস উপলক্ষে শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে কটিয়াদী সদরের স্বপ্ন কুঞ্জ কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসু নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন, কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-কিশোরগঞ্জ) মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহফুজ, কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা আলী হোসেন রনি কাউসার এবং সাংবাদিক মিজানুর রহমান জীবন।
সমাবেশে ডাকসু নেতা আব্দুল্লাহ আল মিনহাজ তার বক্তব্যে ডাকসু নির্বাচনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে পরাজিত করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছিল। এমনকি ফলাফল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। শিবির প্যানেল বিজয়ী হলে বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছিল এবং ভোট গণনা বন্ধ করে সমঝোতার নামে গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিতে চাপ দেওয়া হয়। তবে ইসলামী ছাত্রশিবির অন্যায়ের কাছে নতি স্বীকার করেনি।
তিনি আরও বলেন, সকল পর্যায়ের অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে আত্মনিয়োগ করতে হবে।
সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

