ঝালকাঠি প্রতিনিধি
আমার ভোট আমার ভবিষ্যৎ এ স্লোগান কে সামনে নিয়ে ঝালকাঠি ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উচ্ছ্বাস বিষয়ক মতবিনিময় সভা।
শুক্রবার (১৬ জানুয়ারী,২০২৬) বিকাল ৪ টায় সাবেক ছাত্রনেতা ঝালকাঠী পৌর বিএনপির সভাপতি এ্যাড. মোঃ নাসিমুল হাসান এর সভাপতিত্বে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান হলরুমে তরুন ভোটারদের নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঝালকাঠী ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর অন্যতম সংগঠক ছাত্রনেতা আসিফ আল ইমরান এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি এস এম এজাজ হাসান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্কাস সিকদার, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের সদস্য সচিব এ্যাড. মোঃ আনিসুর রহমান খান, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সরদার মোঃ সাফায়েত হোসেন,সাবেক ছাত্রনেতা জুলফিকার আলি মান্নু।নির্বাচন নিয়ে তরুনদের ভবিষ্যত এবং বাংলাদেশ বিনির্মানে অংশগ্রহন বিষয়ে প্রশ্নের উত্তর দেয়া সহ আলোচনায় অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের সদ্য সাবেক এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল , বিএম কলেজে ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাম, ঝালকাঠি জেলা যুবদলের সদস্য ইয়াসিন আরাফাত মিঠু, ছাত্রনেতা মোঃ কবির হোসেন, জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক আবির লস্কর, মোঃ ফয়সাল, মোঃ মাহফুজর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ তরুনদের জিজ্ঞাসা এবং প্রত্যাসা নিয়ে কথা বলেন। চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সাম্য ও ন্যায় ভিত্তিক বাংলাদেশ গঠনে তরুণদের আরো বেশি উদ্যোগী, সচেতন এবং কার্যকর ভূমিকা রাখতে হবে।
নতুন বাংলাদেশে যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সে জন্য আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যাদের পরিকল্পনা রয়েছে এবং তরুণদের জনশক্তিতে রুপান্তর করে সরকারের অংশিদার করার উদ্যোগ নিয়েছে এমন দলের প্রার্থীকে ভোট দিতে হবে, এক্ষেত্রে বিএনপির তরুণদের জন্য রয়েছে বিশেষ পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা কাজেই তরুণদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে আগামীর নতুন বাংলাদেশ গঠনে।

