Nabadhara
ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে আনিছ-রেজিনা কল্যাণ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
জানুয়ারি ১৭, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে আনিছ-রেজিনা কল্যাণ ফাউন্ডেশন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় জামালনগর চক্ষু হাসপাতাল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। ফাউন্ডেশনের উদ্যোগে জামালনগর, কেয়ারগাতী, ডুমুরপোতা ও গোয়ালডাঙ্গা গ্রামের পঞ্চম শ্রেণি থেকে মাস্টার্স পর্যায় পর্যন্ত মোট ১২৫ জন কৃতি শিক্ষার্থীর মাঝে এক লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. খান আনিছউদ্দীন মঞ্জু ও তাঁর সহধর্মিণী রেজিনা মঞ্জু শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজ নিজ পরিবার ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, জামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাছুম বিল্লাহ রনি, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শেখ হেদায়েতুল্লাহ, ইউপি সদস্য কে এম রকিবুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা আনিছ-রেজিনা কল্যাণ ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগকে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক অবদান হিসেবে উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।