Nabadhara
ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মানবিক উদ্যোগ, হেলালের ব্যবস্থাপনায় তেরখাদা,রূপসা, দিঘলিয়ায় বিনামূল্যে চিকিৎসা

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা, রূপসা ও দিঘলিয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় শুরু হয়েছে বিনামূল্যের বিশেষজ্ঞ চিকিৎসা সেবা কার্যক্রম। খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের সার্বিক তত্ত্বাবধান ও অর্থায়নে পরিচালিত এই মেডিকেল ক্যাম্পে প্রতিদিন শতাধিক দরিদ্র ও অসহায় রোগী চিকিৎসা নিচ্ছেন।

আয়োজক সূত্র জানায়, প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত নির্ধারিত ক্যাম্পগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে চর্ম ও যৌনরোগ, গাইনি, মেডিসিন, নাক-কান-গলা, চক্ষু, বক্ষব্যাধি, ডায়াবেটিস, গ্যাস্ট্রো-লিভার ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে।

তেরখাদা উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবির বলেন, চিকিৎসা ব্যয়ের কারণে অনেক দরিদ্র মানুষ ডাক্তারের কাছে যেতে পারেন না। এই বাস্তবতা অনুধাবন করেই আজিজুল বারী হেলাল মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম আহমেদ রমিজ বলেন, এই কর্মসূচির মাধ্যমে অসংখ্য পরিবার চিকিৎসা সহায়তা পাচ্ছে। অনেকেই দীর্ঘদিন পর বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু জানান, তিন উপজেলার ১৫টি ইউনিয়নে পর্যায়ক্রমে এই চিকিৎসা কার্যক্রম সম্প্রসারণ করা হবে। ভবিষ্যতে স্থায়ী ক্যাম্প চালুর পরিকল্পনাও রয়েছে।

রূপসা উপজেলার বাগমারা গ্রামের আসমা বেগম বলেন, দীর্ঘদিন ধরে নারীঘটিত সমস্যায় ভুগছিলেন তিনি। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেননি। ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসা পেয়ে এখন অনেকটাই স্বস্তিতে আছেন।

৭০ বছর বয়সী আব্দুর রাজ্জাক বলেন, বুকের ব্যথা নিয়ে ক্যাম্পে এসেছেন তিনি। ইসিজির খরচ জোগাড় করা তার পক্ষে সম্ভব ছিল না। এখানে বিনা খরচে পরীক্ষা ও চিকিৎসা পেয়ে উপকার হয়েছে।

স্কুলছাত্রী নুসরাত জাহান ও মাইশা চর্মরোগের চিকিৎসা নিতে আসে। তারা জানায়, বাড়ির পাশেই বিশেষজ্ঞ চিকিৎসা পেয়ে তারা খুশি। এমন সেবা নিয়মিত হলে শিক্ষার্থীদের অনেক উপকার হবে।

আজিজুল বারী হেলাল বলেন, গ্রামাঞ্চলে দারিদ্র্য বাড়ছে, অন্যদিকে চিকিৎসা ব্যয় কয়েকগুণ বেড়েছে। একজন দরিদ্র মানুষের পক্ষে হাজার টাকা দিয়ে ডাক্তার দেখানো কঠিন। তাই মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুত বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রমও শুরু হবে।

এই মানবিক কার্যক্রমে চিকিৎসা সেবা দিচ্ছেন ডা. আরাফাতুর রাহিব, ডা. মাজহারুল ইসলাম, ডা. খালিদ মাহমুদ শাওন, ডা. মাহিনুল ইসলাম, ডা. মোবাশশির আহমেদসহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক।

এর আগে শনিবার তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে রাজাপুর অক্সিজেন ব্যাংক ও তেরখাদা ব্লাড ব্যাংকের যৌথ আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাতনা উৎসব অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।