Nabadhara
ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আমাদেরকে যুদ্ধ করতে বাধ্য করেছে পাকিস্তান–জহির উদ্দিন স্বপন

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, ৭০এর নির্বাচন হয়েছিল স্বায়িত্ব শাসনের জন্য। পাকিস্তানি তৎকালীন শাসকগোষ্ঠী আমাদেরকে স্বায়ত্তশাসন দেয়নি। ওই নির্বাচনে বিজয়ী দলের নেতা শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি। ফলে আমাদেরকে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে। তখন আমাদেরকে যুদ্ধ করতে বাধ্য করেছে পাকিস্তান।

বরিশালেল গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহাম্মেদ এর স্মরণসভা উপলক্ষে শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।

মতবিনিময়সভায় তিনি আরো বলেন, এত রক্ত, এত জীবন, এত শহীদদের বিনিময়ে অর্জিত বাংলাদেশে সকলের একমাত্র প্রত্যাশা ছিল শান্তিপূর্ণ একটি দেশ। শেখ মুজিবুর রহমান জনগণের সেই প্রত্যাশাকে পূরণ করতে পারেনি। একদলীয় শাসন বাকশাল কায়েম করে সে পাকিস্তানি শাসকগোষ্ঠীর মত দেশের সাধারণ জনগণের উপরে চালিয়েছে নির্যাতনের স্টিমরোলার।

তাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার হরণ করেছে। এর থেকে মুক্তি পেতেই ১৫ই আগস্ট এর সৃষ্টি হয়েছিল। আবার সেই শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে দলীয়করণ করেছিল।

যার ফলশ্রুতিতে ৫ই আগস্টের সৃষ্টি হয়েছে। আমরা শহীদ জিয়ার উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সুযোগ পেলে দেশকে একটি শান্তিময় দেশ হিসেবে গড়ে তুলবো।

বাংলাদেশজাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে উপজেলার সরিকল গ্রামের স্মরন সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. আনিসুর রহমান (ফারুক মৃধা), বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী মৃধা, মোঃ ইসাহাক সন্যামত, আব্দুস সালাম খান, আইয়ুব আলী মৃধা, মো. নুর মোহাম্মদ, আব্দুল বারেক বেপারী, ডাঃ এন্তাজ মিয়া, এসকেসেকান্দার তাজশরীফ প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।