Nabadhara
ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নৈশপ্রহরীকে জিম্মি করে গ্যারেজে ডাকাতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নৈশপ্রহরীকে বেঁধে রেখে দুইটি অটোরিকশা গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতচক্র ১০টি অটোরিকশার মোট ৩৪টি ব্যাটারি লুট করে নিয়ে গেছে।

চুরি হওয়া ব্যাটারিগুলোর বর্তমান বাজারমূল্য পাঁচ লক্ষ টাকার বেশি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এতে ব্যাটারি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন একাধিক অটোরিকশা চালক।

রবিবার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা পুরাতন মেঘনা ঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় মাইনুদ্দিন প্রধানের মালিকানাধীন দুইটি গ্যারেজের তালা কেটে ব্যাটারিগুলো নিয়ে যায় ডাকাতরা।

নৈশপ্রহরী আবুল হোসেন (৭০) জানান, বাজার এলাকায় প্রতিদিন তিনজন নৈশপ্রহরী দায়িত্ব পালন করেন। ঘটনার রাতে তিনি সড়কের মুখে পাহারায় ছিলেন। এ সময় ৫-৬ জনের একটি দল তার গলায় রামদা ধরে ভয়ভীতি দেখায়। তাদের হাতে পিস্তল ছিল বলেও তিনি দাবি করেন। পরে মুখ ও হাত বেঁধে তাকে বাজারের সামনে সড়কের পাশে আটকে রেখে ডাকাতি করে দলটি।

আরেক নৈশপ্রহরী ইমান আলী বলেন, “আমি নদীর পাড় এলাকায় ডিউটি করি। ঘটনার রাতে ওই দিকে যাইনি। ফজরের নামাজের পর ডাকাতির খবর জানতে পারি।”

এদিকে ব্যাটারি চুরির ঘটনায় চরম বিপাকে পড়েছেন অটোরিকশা চালকরা। ভুক্তভোগী চালক বিল্লাল হোসেন বলেন, “আমরা গরিব মানুষ। কিস্তিতে টাকা তুলে অটো কিনেছি। এখন ব্যাটারি না থাকলে গাড়ি চালাব কীভাবে? সংসার চালাব কী দিয়ে, কিস্তির টাকা দেব কীভাবে—কিছুই বুঝতে পারছি না।”

ব্যাটারি চুরির শিকার চালকরা হলেন— আনোয়ার হোসেন, কামাল হোসেন, শামীম, বিল্লাল হোসেন, সাইদ, নিরব, হৃদয়, রাসেল মিয়া, সানি ও তানভীর ইসলাম। তাদের সবার বাড়ি বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা গ্রামে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।