শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
চিতলমারীতে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ৬নং চরবানিয়ারী ইউনিয়ন বিট অফিসারের উদ্যোগে ইউনিয়নের টেকেরহাট বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
“পুলিশ আপনার পাশে—তথ্য দিন, সেবা নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজ থেকে অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় সভায় বক্তব্য রাখেন উপ-পরিদর্শক দিবাকর মালাকার ও সহকারী উপ-পরিদর্শক রতন হাজরা।
সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মণ্ডল, সাবেক ইউপি সদস্য নিত্যনন্দ বাড়ৈ, সুবাস বিশ্বাস, সুশান্ত বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে আরও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

