মুন্সীগঞ্জ প্রতিনিধি
বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ৪ নম্বর ওয়ার্ড ভাঙ্গনিয়া গ্রামে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাত ও তোবারক বিতরণ করা হয় এবং সকলের জন্য দোয়া করা হয়।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হাসানুজ্জামান শান্ত মাদবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো, ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ মো. জামাল এবং সাধারণ সম্পাদক হাজী হুমায়ন কবির।

