রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে প্রার্থীদের ব্যয়ের হিসাব উঠে এসেছে হলফনামায়। এতে দেখা গেছে, জেলায় সর্বোচ্চ ব্যয়ের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর সবচেয়ে কম বাজেট ঘোষণা করেছেন একই দলের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
হলফনামা অনুযায়ী, অধিকাংশ প্রার্থী নিজস্ব আয়ের পাশাপাশি স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে নির্বাচনী ব্যয় মেটানোর কথা জানিয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী তাদের প্রার্থীদের জন্য দলীয়ভাবে ৫ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে।
খুলনা-১
এই আসনে বিএনপির প্রার্থী আমীর এজাজ খান ব্যয় করবেন ২৫ লাখ টাকা। এর মধ্যে নিজস্ব তহবিল ১০ লাখ টাকা। বাকি অর্থ আসবে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে।
জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী ব্যয় করবেন ২০ লাখ টাকা। দলীয় তহবিল পাবেন ৫ লাখ টাকা। বাকি অর্থ নিজস্ব তহবিল ও স্বজনদের কাছ থেকে সংগ্রহ করবেন।
খুলনা-২
বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ব্যয়ের পরিকল্পনা করেছেন ২৬ লাখ টাকা। এর মধ্যে তাঁর স্ত্রী আইনজীবী সৈয়দা সাবিহা দেবেন ১০ লাখ টাকা। বাকি অর্থ আসবে নিজস্ব তহবিল ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে।
জামায়াত প্রার্থী জাহাঙ্গীর হুসাইন হেলাল ব্যয় করবেন ২৫ লাখ টাকা। এর মধ্যে ১০ লাখ টাকা নিজস্ব তহবিল থেকে বহন করবেন। বাকি অর্থ দলীয় তহবিল ও স্বজনদের কাছ থেকে আসবে।
খুলনা-৩
এই আসনে বিএনপির রকিবুল ইসলাম বকুল নিজের ব্যবসা থেকে ১৪ লাখ টাকা ব্যয় করবেন, যা খুলনায় বিএনপির প্রার্থীদের মধ্যে সর্বনিম্ন বাজেট।
জামায়াত প্রার্থী মাহফুজুর রহমান ব্যয় করবেন ২০ লাখ টাকা। এর মধ্যে ৫ লাখ টাকা নিজস্ব তহবিল থেকে দেবেন। বাকিটা দলীয় তহবিল ও স্বজনদের কাছ থেকে সংগ্রহ করবেন।
খুলনা-৪
বিএনপির আজিজুল বারী হেলাল ব্যয় করবেন ২১ লাখ টাকা। এর মধ্যে নিজস্ব তহবিল ১০ লাখ টাকা। বাকি অর্থ আসবে স্বজনদের কাছ থেকে।
জামায়াত প্রার্থী কবিরুল ইসলাম ব্যয় করবেন ৩৫ লাখ টাকা। এর মধ্যে মাত্র ২ লাখ টাকা নিজস্ব তহবিল থেকে দেবেন। বাকিটা দলীয় তহবিল ও স্বজনদের কাছ থেকে আসবে।
খুলনা-৫
এই আসনে বিএনপির আলী আসগর লবী সর্বোচ্চ ব্যয়ের পরিকল্পনা করেছেন। তিনি নিজ ব্যবসা থেকে ব্যয় করবেন ৩৯ লাখ ৭৭ হাজার টাকা।
এখানে জামায়াতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি ব্যয় করবেন ৩০ লাখ টাকা। এর মধ্যে নিজস্ব তহবিল ২ লাখ টাকা। বাকি অর্থ দলীয় তহবিল, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আসবে।
খুলনা-৬
বিএনপির মনিরুল হাসান বাপ্পী নিজের ব্যবসা থেকে ২৫ লাখ টাকা ব্যয় করবেন।
জামায়াতের আবুল কালাম আজাদের বাজেট ধরা হয়েছে সাড়ে ১৫ লাখ টাকা। এর মধ্যে নিজস্ব তহবিল ৫ লাখ টাকা। বাকিটা দলীয় তহবিল, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সংগ্রহ করবেন।
হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিএনপি ও জামায়াতের বেশিরভাগ প্রার্থীই নির্বাচনী ব্যয়ের বড় অংশ নির্ভর করছেন ব্যক্তিগত আয় ও স্বজনদের সহযোগিতার ওপর। পাশাপাশি জামায়াতে ইসলামী দলীয়ভাবে প্রার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

