ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার মুন্সী বাজারে অবস্থিত ইউনাইটেড পেট্রোল পাম্পে সোমবার (১৯ জানুয়ারি) রাত ৩:৩০ থেকে ৪:৩০ টার মধ্যে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পাম্প থেকে প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।
পেট্রোল পাম্পের ম্যানেজার মো. সাইদুর রহমান জানান, রাত ৪টার দিকে ১১ জন ডাকাত দক্ষিণ দিক থেকে পাম্পে প্রবেশ করে। তারা দায়িত্বে থাকা নজেল ম্যান ও মিটার ম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা ক্যাশ রুমের চাবি চাইলে দুই জন কর্মচারী তা দিতে অস্বীকৃতি জানায়। এর পর ডাকাতরা তাদের মারপিট করে।
পরে ডাকাতরা ক্যাশ রুমের তালা কেটে ১ লাখ ৯৮ হাজার টাকা, মোবাইল ফোন, কম্পিউটার এবং সিসি ক্যামেরার মেশিন লুট করে। এ সময় একটি মনিটরও ভাঙচুর করা হয়। ডাকাতরা সংঘবদ্ধভাবে একই দিকে পালিয়ে যায়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং দ্রুত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

