আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দু’টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন আশাশুনি সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।
বুধহাটা বাজারের রহমান ফিলিং স্টেশনের পাম্প মালিক একেএম এহসানুল হককে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৩২(৩) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ইউনিয়নের মহেশ্বরকাটিতে অবস্থিত আন্না ফিলিং স্টেশনের পাম্প মালিককে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় বিএসটিআই খুলনার পরীক্ষক মোঃ রহিজ আহম্মেদ ও থানার পুলিশও উপস্থিত ছিলেন।
এদিকে, ১৮ জানুয়ারি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড়ে পেট্রোল বিক্রেতা ইসমাইল সানাকে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারায় ৫০০০ টাকা জরিমানা করেন।

