যশোর প্রতিনিধি
যশোরের শার্শার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এটি প্রতিষ্ঠার পর বিদ্যালয়ের প্রথমবারের মতো পাওয়া একটি বড় অর্জন।
বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী (এমএ, বি এড) এর নেতৃত্বে শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা, নিয়মিত তদারকি এবং শিক্ষকদের উৎসাহ বৃদ্ধি ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে নতুন গতি এসেছে। ৩৫ জন শিক্ষক-কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিবছর শতভাগ পাশের গৌরব ধরে রেখেছে।
১৯৪২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় ছায়াঘেরা বেতনা নদীর পাশে অবস্থিত। এক হাজারের মতো শিক্ষার্থী এখানে শিক্ষালাভ করছে। দীর্ঘ খেলার মাঠ, সবুজে ঘেরা ক্যাম্পাস ও প্রাকৃতিক পরিবেশ শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক ভূমিকা রাখছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বিদ্যালয়সমূহকে ফলাফল, শিক্ষার মান, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, অবকাঠামো, সহশিক্ষা কার্যক্রম, বিজ্ঞানাগার, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও কম্পিউটার ল্যাব, স্কাউট কার্যক্রম এবং জাতীয় দিবস উদযাপনসহ মোট ১৬টি সূচকে মূল্যায়ন করা হয়। এসব সূচকে সর্বোচ্চ মান অর্জন করায় বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছে।
প্রধান শিক্ষক জুলফিকার আলী বলেন, “এই সাফল্য বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পরিষদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের যৌথ প্রচেষ্টার ফল। আমরা আশা করি, এই অর্জন আমাদেরকে আরও উচ্চতর মানের শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে প্রেরণা যোগাবে।”

