Nabadhara
ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে রেস্টুরেন্টে ১ লাখ টাকা জরিমানা ভোক্তা অধিকারের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় এ মনিটরিং কালে এ জরিমানা করে।প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তির সুত্রে জানা যায়, শাহ শের আলী গ্রীন লাউঞ্জ রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও প্রক্রিয়াজাত করা হচ্ছে। রান্না করা খাবার উন্মুক্ত অবস্থায় সংরক্ষণ করা হচ্ছিল। ময়লা ফেলার ডাস্টবিন খোলা রাখা ছিল এবং অপরিষ্কার, নোংরা ফ্রিজে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া বাবুর্চি ও কর্মীদের হাত ধোয়ার জন্য কোনো সাবান বা স্বাস্থ্যসম্মত ব্যবস্থা ছিল না।

এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. জিয়াউর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতের জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়।

এসময় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান ও গজারিয়া থানা পুলিশের একটি দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।