Nabadhara
ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় নারীর জ্যাকেট থেকে উদ্ধার ২,৯৭০ পিস ইয়াবা, দুই মাদককারবারি আটক

শার্শা (যশোর) প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

শার্শা (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলায় র‌্যাব-৬, যশোর ক্যাম্পের বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে নারীর জ্যাকেটের ভেতর লুকানো ২,৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তাদের ব্যবহৃত একটি কালো রঙের ডিসকভার ১১৫ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি)কায়বা ইউনিয়নের বাগুড়ী বেলতলা বাজারের তিনরাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধাওয়া-পাল্টা ধাওয়ার মাধ্যমে তাদের মোটরসাইকেল আটক করা হয়। মহিলার দেহ তল্লাশিতে জ্যাকেটের ভেতর থেকে ইয়াবা উদ্ধার হয়।

আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কাটাখালী গ্রামের আনিছুর রহমানের ছেলে বুলবুল সানা বুলী (৫২) এবং শিল্পি খাতুন (৪২)।

র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম. ফজলে রাব্বি প্রিন্স জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে অবৈধ ইয়াবা সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।