মুন্সীগঞ্জ প্রতিনিধি
বিদ্যালয় প্রাঙ্গণ শিশুদের ভীতির জায়গা নয়, আনন্দের হওয়া উচিৎ- নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ অনুষ্ঠানে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদুর রহমান এমন মন্তব্য করেন।
” আমরা নতুন,আমরা কুড়িঁ” আমরা গড়িব সোনার বাংলা” প্রতিপাদ্য নিয়ে নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেক কাঁটা ও চকলেট দিয়ে শিশু শ্রেণির শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।
সোমবার (১৯ শে জানুয়ারি) সকাল ১০টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো আয়োজনে বিদ্যালয়ের প্রায় ১০০ শত শিক্ষার্থীকে বরণ করার মাধ্যমে শিশু বরণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।
এসময় বক্তারা বলেন, শিশুদের জন্য এমন আয়োজন প্রশংসনীয় উদ্যোগ। এমন আয়োজনে শিশুদের পাশাপাশি আমরাও আনন্দিত। এ অনুষ্ঠান শিশুদের বিদ্যালয়ে আসতে উৎসাহ জোগাবে।
একজন অভিভাবক জানান, এমন আয়োজনের জন্য শিক্ষকদের ধন্যবাদ জানাই। এমন অনুষ্ঠান শিশুদের পড়াশোনায় উৎসাহ দিবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারা বেগম বলেন, এমন শিশুদের জন্য করছি, শিশুরা যেন বিদ্যালয়ে আসতে উৎসাহ পায়। বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পর, বিদ্যালয়ে আসার জন্য উন্মুখ হয়ে থাকে। বিদ্যালয়ের পড়াশোনা যেন তাদের কাছে আনন্দ দায়ক হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমান জানান, শিশুদের বরণ করার আয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি উপস্থিত হতে পেরে আনন্দিত। বিদ্যালয় প্রাঙ্গণ ভীতির জায়গা না হয়ে, আনন্দের হওয়া উচিৎ। এ আয়োজন শিশুদের বিদ্যালয়ে আসতে উৎসাহ বাড়াবে।
শিক্ষার ক্ষেত্রে ভীতি দূর করে, আনন্দ দিবে। আমাদের দেশের সকল স্কুলেই এ ধরনের আয়োজন করা উচিৎ। এমন আয়োজন বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াবে।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মোমিন মিঞা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, বিশেষ অতিথি সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোজ্জামেল হক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: মাশহুদ করিম, মো: আবদুল্লাহ আল মামুন, হাফেজা জামাল হেলালী প্রধান শিক্ষক শাহারা বেগমসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

