Nabadhara
ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা পরিষদে দুদকের অভিযান, গুরুত্বপূর্ণ নথি জব্দ

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনা জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৯ জানুয়ারি) দুদকের একটি দল জেলা পরিষদ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুদক কর্মকর্তারা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের কক্ষে প্রায় এক ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন। এ সময় তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও দাপ্তরিক নথি নিবিড়ভাবে পর্যালোচনা করেন।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার যোগদানের পর থেকে বর্তমান সময় পর্যন্ত জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প, আর্থিক লেনদেন, প্রশাসনিক সিদ্ধান্তসহ সামগ্রিক কার্যক্রম সংক্রান্ত সকল নথি যাচাই করেন দুদক কর্মকর্তারা।

সূত্র আরও জানায়, অভিযান চলাকালে প্রয়োজনীয় কিছু নথির কপি সংগ্রহ করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে তথ্য নেওয়া হয়।
এ বিষয়ে দুদকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানের সময় জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম কিছু সময়ের জন্য স্থবির হয়ে পড়লেও পরে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।