Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনা-৪ দশ দলীয় জোটের প্রার্থী মাওলানা সাখাওয়াত জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনা-৪ (তেরখাদা-রূপসা-দিঘলিয়া) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা এস এম সাখাওয়াত হোসেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে জোটের কেন্দ্রীয় নেতাদের বৈঠকে তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

এ সিদ্ধান্তের পর জোটের শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. কবিরুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ইতোমধ্যে প্রত্যাহারপত্র জামায়াত আমীরের কাছে ঢাকায় পাঠিয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

মাওলানা এস এম সাখাওয়াত হোসেন জানান, জোটের বৈঠকে সারাদেশে খেলাফত মজলিসের ১২ জন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

এর মধ্যে খুলনা-৪ আসন অন্যতম। তিনি বলেন, জোটের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন পরিচালনা করা হবে এবং জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হওয়ার আশা রাখছেন।

এ বিষয়ে জামায়াত প্রার্থী মাওলানা মো. কবিরুল ইসলাম বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তিনি মনোনয়ন প্রত্যাহারপত্র আমীরের কাছে পাঠিয়েছেন। কেন্দ্র থেকে যেভাবে নির্দেশনা আসবে, সেভাবেই কাজ করবেন বলেও জানান তিনি।

জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ফলে খুলনা-৪ আসনে ত্রিমুখী লড়াইয়ের পরিবেশ তৈরি হয়েছে। এ আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা ইউনুস আহম্মেদ শেখ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস এম আজমল হোসেন।

প্রার্থীদের মধ্যে তিনজনই এর আগে এই আসন থেকে নির্বাচন করলেও কেউ জয়ী হতে পারেননি।

এদিকে জামায়াতের সমর্থনে খুলনা-১, ২, ৩ ও ৫ নম্বর আসন থেকে খেলাফত মজলিসের চারজন প্রার্থী আজ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলে জানা গেছে।

খুলনা-৪ আসন বাদে জেলার অন্য পাঁচটি আসনে জামায়াত নেতারাই ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।