মৌলভীবাজার প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ‘নির্বাচনী আইন ও নির্বাচনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের দায়িত্ব’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তৌহিদুজ্জামান পাভেল।
কর্মশালায় অংশগ্রহণ করেন জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার ও অন্যান্য সহকারী কমিশনারগণ।
কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন সম্মানিত উপপরিচালক (স্থানীয় সরকার) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার। এতে পেনাল কোড, নির্বাচনী আচরণবিধি, নির্বাচনী দায়িত্ব পালনের সময় মাঠ পর্যায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সম্মুখীন হতে পারে এমন চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

