Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার প্রয়াণে প্রার্থণা ও স্মরণ সভা অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বগুড়ার শেরপুরে প্রার্থণা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সার্বজনীন কালীমন্দির কমিটি ও উত্তরণ সংস্কৃত কলেজের যৌথ আয়োজনে সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় শেরপুর পৌরসভার সান্যালপাড়া এলাকায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যামের সভাপতিত্বে এবং উত্তরণ সংস্কৃত কলেজের সহ-সভাপতি ও সাংবাদিক সৌরভ অধিকারী শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ গোলাম মো. সিরাজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভী, সাবেক কোষাধ্যক্ষ গোলাম মাহবুব প্যারিস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, উত্তরণ সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিরঞ্জন রায়, পরিচালক বিমান মৈত্রেয়, টাউন বারোয়ারী পূজা কমিটির সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ মোহন্ত ও সহ-সভাপতি শ্যামল বসাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মরণ সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন ও ন্যায়পরায়ণ নেতৃত্বের প্রতীক। তিনি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেননি। নানা জুলুম-নির্যাতনের শিকার হলেও তিনি দেশ ও দেশের মানুষকে ছেড়ে কোথাও যাননি। নিজের জীবনকে তুচ্ছ করে তিনি আজীবন দেশের মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছেন।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।