মোঃ রুহুল আমিন রাজু,মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
বাংলাদেশের গ্রামবাংলার আবহমান ঔতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা নাংলা ইউনিয়নের হরিপুর ভাটিপাড়া -পাথালিয়া,হরিপুর গ্রামে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতা ফাইনাল খেলায় শুভ উদ্বোধন করেন লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মোঃ ফজলুল হক।
উক্ত ঘোড়দৌড় প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা।
উক্ত ঘোড়দৌড় প্রতিযোগিতায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর -৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রতীকের এমপি পদপ্রার্থী ( মেলান্দহ – মাদারগঞ্জ) প্রাণ প্রিয় জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল।
তিনি বলেন, বাংলাদেশের গ্রামবাংলার আবহমান বাংলার ঔতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ফাইনাল খেলা প্রতিবছর এই নাংলা ইউনিয়নের হরিপুর ভাটিপাড়ায় প্রতিবছর চালু থাকবে ইনশাআল্লাহ এই জন্য আগামী দিনে যাতে এই খেলা চলমান থাকে তার সার্বিক সহযোগিতা আমি করবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জু, মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির তালুকদার শ্যামল তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরনবী মন্ডল, হরিপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী,মোঃ রোকনুজ্জামান রকেট,ডাঃ শাহিনুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন জাকির, কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লিটন, নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান, মেলান্দহ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ সম্পাদক সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, পৌর যুবদলের আহবায়ক মোবারক হোসেন,ঘোড়দৌড় প্রতিযোগিতা খেলার আয়োজক কমিটির সাধারণ আবু সুফিয়ান, আয়োজক কমিটির সহসভাপতি রবিজুল ইসলাম , মফিজ উদ্দিন, প্রবাসী শাহজামাল, রকিবুজ্জামান ছক্কি শেখ, সাবেক মেম্বার রফিকুল ইসলাম, রফিক,এরশাদ হোসেন, ছক্কি শেখ, পলিন শেখ প্রমুখ।ঘােড়দৌড় শেষে বিজয়ীদের মাঝে সন্ধায় পুরস্কার বিতরণ করা হয়।

