মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার অভিযানে একটি সিএনজি অটোরিকশাসহ প্রায় ৩ লাখ ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ জানুয়ারি,
২০২৬) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন ৮নং কালীঘাট ইউনিয়নের কালীঘাট চা বাগানের সাব পোস্ট অফিসের সামনে শ্রীমঙ্গল–হরিণছড়া গামী পাকা সড়কে পুলিশের একটি চৌকস টিম চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। অভিযানটি পরিচালনা করেন শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর সজীব চৌধুরীর নেতৃত্বে একটি পুলিশ টিম।
চেকপোস্ট চলাকালে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা থামানো হলে পুলিশ দেখে সিএনজি থেকে পালানোর চেষ্টা করেন শিপন মিয়া (২০)। এ সময় তাকে আটক করা হয়। আটককৃত শিপন মিয়া শ্রীমঙ্গল উপজেলার ৪নং সুন্দরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের বাসিন্দা। তার পিতার নাম শাহিন আলম এবং মাতার নাম রত্না বেগম।
পরবর্তীতে আটককৃত সিএনজি অটোরিকশা তল্লাশি করে ৪টি বড় কার্টনে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি উদ্ধারকৃত মালামালের পক্ষে কোনো বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হন।
পুলিশ জানায়, উদ্ধারকৃত অবৈধ কসমেটিক্স সামগ্রীর আনুমানিক মূল্য ৩,৪২,০০০/- টাকা এবং ব্যবহৃত সিএনজি অটোরিকশার আনুমানিক মূল্য ৩,৫০,০০০/- টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৬,৯২,০০০/- (ছয় লক্ষ বিরানব্বই হাজার) টাকা। সিএনজি অটোরিকশা ও অবৈধ চোরাচালান পণ্য জব্দ তালিকাভুক্ত করে জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

