Nabadhara
ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনা-৪ জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, খেলাফত মজলিস প্রার্থীকে সমর্থন

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো: কবিরুল ইসলাম তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

একই সঙ্গে তিনি খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা এস এম শাখাওয়াত হোসেনকে আনুষ্ঠানিকভাবে সমর্থনের ঘোষণা দিয়েছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ সময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আ.স.ম. জামশেদ খোন্দকারের হাতে তিনি লিখিত আবেদন হস্তান্তর করেন।

মনোনয়ন প্রত্যাহারের পর মাওলানা মো: কবিরুল ইসলাম বলেন, অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই ত্যাগের ফসল হিসেবে আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামীর আমিরের নির্দেশনা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি।

তিনি আরও বলেন, এখন থেকে খুলনা-৪ আসনে জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মী ও সমর্থকরা খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা এস এম শাখাওয়াত হোসেনের পক্ষে কাজ করবেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব, ঘড়ি প্রতীকের পক্ষে প্রচারণা চালাব এবং তাকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা চালাব।

এ ঘোষণার মাধ্যমে খুলনা-৪ আসনের নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দুই দলের ঐক্যবদ্ধ অবস্থান ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।