Nabadhara
ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ৮ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

জয়পুরহাট প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটের দুইটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়ার সভাপতিত্বে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসানসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি মেনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে মতবিনিময় করা হয়। পরে দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জয়পুরহাটের দুইটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী, বিএনপি, এবি পার্টি, বাসদ ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে ৫ জন এবং জয়পুরহাট-২ আসনে ৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-১ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫১টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ২৭৪ জন। অপরদিকে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১০৪টি এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন।

রিটার্নিং কর্মকর্তা জানান, আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।