কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় দূর্যোগের উপর সমন্বিত কর্মপরিকল্পনা যাচাইকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২১ জানুয়ারী, ২০২৬) সকাল ১০.০০ টায়
কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়ন পরিষদ এ
সমন্বিত কর্মপরিকল্পনা যাচাইকরণ সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লতাচাপলি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান রাহিমা আক্তার (রূপা), আরো উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা,লতাচাপলি ইউ পি মোঃ রুবায়েত আদনান,লতাচাপলি ইউনিয়ন সভাপতি-সিপিপি মোঃ শফিকুল আলম ,নির্বাহী পরিচালক-রিও মো. সাইদুর রহমান, আলীপুর বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার বৃন্দ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার বৃন্দ, শিক্ষক, ইমাম সহ সরকারি বে-সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি বৃন্দ এবং উত্তরণ ফিসনেট প্রকল্পের মনিটরিং অফিসার মাকসুদুল ইসলাম।
সভাটি পরিচালনা করেন উত্তরণ ফিসনেট প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ শাহজাহান আলী। সভা পরিচালানায় সহযোগীতা করেন শামীম আহমেদ ও ফরিদা পারভিন, ফিল্ড ফ্যাসিলেটর, ফিশনেট প্রকল্প, উত্তরণ, কলাপাড়া। সভায় গত ১৯/০১/২০২৬ তারিখে অনুষ্ঠিত দূর্যোগের উপর করনীয় সম্পর্কে লতাচাপলি ইউনিয়নের সমন্বিত কর্মপরিকল্পনা টি মাল্টি মিডিয়ার মাধমে উপস্থাপন করা হয়।
সভায় উপস্থিত সকলে এ বিষয়ের উপর তাদের মতামত ব্যক্ত করেন এবং সকলে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের আশ্বাস দেন।
সভায় লতাচাপলি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান এবং প্যানেল চেয়ারম্যান রাহিমা আক্তার (রূপা) বলেন- যেহেতু দূর্যোগের উপর এই সমন্বিত কর্মপরিকল্পনা টি লতাচাপলি ইউনিয়নের জনগন তৈরি করেছেন, তাই জনগনের স্বার্থে তা অবশ্যই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
তাঁরা দূর্যোগের ব্যপারে জনসাধারণদের আরো সচেতন হওয়ার আহ্বান করেন।

